হোম > সারা দেশ > রংপুর

সাবেক স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার

ঠাকুরগাঁও, প্রতিনিধি

উত্ত্যক্ত করার অভিযোগে তালাক দেওয়া স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। রোববার রাতে সাবেক স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও পৌরশহরের মন্দিরপাড়ায়। 

জানা যায়, দুই বছর আগে মন্দিরপাড়া এলাকার মানিক মিয়ার (৪৬) সঙ্গে রোজিনা বেগমের (৩৫) বিয়ে হয়। বিয়ের বছরখানেক পরেই বনিবনা না হওয়ায় বেশ কিছু অভিযোগ এনে স্বামীকে ডিভোর্স দেন রোজিনা।

রোজিনা বলেন, ‘তাঁকে বিয়ে করাই ছিল আমার জীবনে সবচেয়ে বড় ভুল। ওই লোক (মানিক) আমার গয়না বিক্রি করে খাইছে, আমার সব টাকাও খাইয়া শেষ করছে। আমাকে মারধর করত। তাই আমি তাকে তালাক দিয়ে দিছি। এখন আমাকে আবার সংসার করতে বলে। তা না হইলে আমার সাথে নিজের তোলা গোপন ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।’

তিনি বলেন, ‘মানিকের কাছ থেকে রেহাই পেতে এর আগে দুই বার স্থানীয় প্রতিনিধি, এলাকাবাসী নিয়ে বসেও কোনো লাভ হয়নি। পরে পুলিশের অভিযোগ দেওয়া হয়েছে। তবুও মানিক বিরক্ত করতেই থাকে।’ অবশেষে পুলিশে কল দিয়ে ঘটনাস্থল থেকে মানিক মিয়াকে তুলে দিয়েছেন রোজিনা। তবে জেল থেকে বের হয়ে মানিক আবার কিছু করতে পারে, সেই ভয়ে নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত। 

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, রোজিনার অভিযোগের পরিপ্রেক্ষিতে মানিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ