হোম > সারা দেশ > রংপুর

দুদকের মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদ কারাগারে

রংপুর প্রতিনিধি

নুর মোহাম্মদ মণ্ডল। ছবি: সংগৃহীত

রংপুরের সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নুর মোহাম্মদ মণ্ডল পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি করার সুবাদে দুবার এমপি ও তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

আদালতে দুদকের আইনজীবী এ কে এম হারুন উর রশীদ জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, নুর মোহাম্মদ মণ্ডলের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়, রংপুর থেকে ২০২০ সালের ডিসেম্বরে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন করায় একটি মামলা করা হয়।  

এর আগে চলতি বছরের ৯ মার্চ দুদক আইনে অবৈধ সম্পদ অর্জনের মামলায় নুর মোহাম্মদ মণ্ডলের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ, তাঁর মালিকানাধীন বিনোদন কেন্দ্রসহ ৩ হাজার ১৩০.৭৩ একর জমি ও আনুমানিক ৯ কোটি টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দেন আদালত।

উল্লেখ্য, নুর মোহাম্মদ মণ্ডল ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাশুর অধ্যাপক আব্দুল ওয়াহেদ কানু মিয়াকে পরাজিত করেন। এরপর ২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে পরাজিত করে আবারও জাপার ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২০০৮ সালের নির্বাচনে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেখ হাসিনার কাছে হেরে যান। ২০১৪ সালে শেখ হাসিনার ভাশুরের ছেলে এ কে এম ছায়াদত হোসেন বকুলকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে বিএনপি ত্যাগ করে তিনি আওয়ামী লীগে যোগ দেন এবং নৌকা প্রতীকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয় লাভ করেন নুর মোহাম্মদ মণ্ডল।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ