হোম > সারা দেশ > রংপুর

সমন্বয়ক সারজিস রংপুরে আসায় লাঠি হাতে জাতীয় পার্টির বিক্ষোভ

রংপুর প্রতিনিধি

রংপুর নগরীর সেন্ট্রাল রোডে বিক্ষোভ মিছিলে লাঠি হাতে জাতীয় পার্টির নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম রংপুর আসায় লাঠি হাতে বিক্ষোভ করেছে জাতীয় পার্টি। এ নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় জরুরি সভা করেছে দলটি। আজ শনিবার দুপুরে নেতা-কর্মীরা রংপুর নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে গত ১৪ অক্টোবর রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান। এ ঘটনাকে কেন্দ্র করে ১৩ দিন ধরে উত্তপ্ত রংপুর। পাল্টাপাল্টি অবস্থানে জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা।

এদিকে, আজ শনিবার সারজিস আলম রংপুর সফর আসার পর আবারও নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। দুপুরে জাতীয় পার্টির নেতা-কর্মীরা রংপুর নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁদের হাতে লাঠি দেখা গেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে এসেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। আইজিপির সফরসঙ্গী হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম রংপুরে আসেন। সকালে সারজিসকে আইজিপির সঙ্গে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে।

আইজিপির সফরসঙ্গী হিসেবে সারজিসের রংপুরে আগমন পুলিশের সঙ্গে জাতীয় পার্টিকে সংঘাতে জড়ানোর ষড়যন্ত্র হিসেবে দেখছেন দলটির নেতারা। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরাও জরুরি সভা করেছেন। এ নিয়ে নগরজুড়ে উত্তাপ ছড়িয়েছে।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস