হোম > সারা দেশ > রংপুর

গর্ভবতী গৃহবধূকে হত্যার অভিযোগে আটক স্বামী ও শাশুড়ি 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় এক গর্ভবতী গৃহবধূকে হত্যার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নিহতের স্বামী ধামুর গ্রামের মমিনুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম (২২) ও শাশুড়ি হাফেজা বেগম (৩৭)।

থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লহ্মিটারী ইউনিয়নের আনুর বাজার এলাকার আসাদুল ইসলামের মেয়ে আশামনির (১৩) সঙ্গে প্রায় ৮ মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয় হাফিজুল ইসলামের। এরই মধ্যে আশামনি ৪ মাসের গর্ভধারণ করে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শাশুড়ি ও স্বামী আশামনিকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। আশামনির বাবা-মা গার্মেন্টসকর্মী হওয়ায় তাঁরা যৌতুকের দাবি মেটাতে অপারগতা প্রকাশ করেন। এতে আশামনির ওপর নির্যাতন আরও বেড়ে যায়। এ কারণে আজ সকালেও স্বামী হাফিজুল ও শাশুড়ি হাফেজা বেগম আশামনিকে বেদম মারধর করে। স্বামী ও শাশুড়ির অত্যাচার থেকে রেহাই পেতে আশামনি আত্মহত্যার পথ বেছে নেয়।

এ ঘটনায় আজ সকাল ১০টার দিকে আশামনি নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। এ সময় আশামনির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আশামনিকে বেদম মারধর করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখে মামলা করা হবে। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ