হোম > সারা দেশ > রংপুর

গর্ভবতী গৃহবধূকে হত্যার অভিযোগে আটক স্বামী ও শাশুড়ি 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় এক গর্ভবতী গৃহবধূকে হত্যার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নিহতের স্বামী ধামুর গ্রামের মমিনুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম (২২) ও শাশুড়ি হাফেজা বেগম (৩৭)।

থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লহ্মিটারী ইউনিয়নের আনুর বাজার এলাকার আসাদুল ইসলামের মেয়ে আশামনির (১৩) সঙ্গে প্রায় ৮ মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয় হাফিজুল ইসলামের। এরই মধ্যে আশামনি ৪ মাসের গর্ভধারণ করে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শাশুড়ি ও স্বামী আশামনিকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। আশামনির বাবা-মা গার্মেন্টসকর্মী হওয়ায় তাঁরা যৌতুকের দাবি মেটাতে অপারগতা প্রকাশ করেন। এতে আশামনির ওপর নির্যাতন আরও বেড়ে যায়। এ কারণে আজ সকালেও স্বামী হাফিজুল ও শাশুড়ি হাফেজা বেগম আশামনিকে বেদম মারধর করে। স্বামী ও শাশুড়ির অত্যাচার থেকে রেহাই পেতে আশামনি আত্মহত্যার পথ বেছে নেয়।

এ ঘটনায় আজ সকাল ১০টার দিকে আশামনি নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। এ সময় আশামনির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আশামনিকে বেদম মারধর করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখে মামলা করা হবে। 

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত