হোম > সারা দেশ > রংপুর

‘বিবেকের তাড়নায় ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা করেছি’

শরীয়তপুর প্রতিনিধি

‘ঘৃণা করলাম সংগঠন ছাত্রলীগকে’—এই লেখা ফেসবুকে পোস্ট করে ছাত্রলীগ ত্যাগ করেছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইসহাক। গতকাল সোমবার ফেসবুকে নিজের আইডিতে এই পোস্ট করেন তিনি।

পরে কাজী ইসহাক এ বিষয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন। তিনি লিখেন, ‘বিবেকের তাড়নায় আমি ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা করেছি।’ এর আগে তিনি আলাওলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে কাজী ইসহাক উল্লেখ করেন, “যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি কাজী ইসহাক। হাদিস মোতাবেক, ‘দুনিয়াতে তুমি যে দল করবে আখিরাতে তুমি সেই দলভুক্ত হয়ে হাশরের ময়দানে উঠবে।’ এ প্রসঙ্গে আমি বাংলোদেশ ছাত্রলীগ, আলাওলপুর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে সম্পূর্ণ সজ্ঞানে নিজে পদত্যাগ করলাম।’

পদত্যাগপত্র নিজের ফেসবুকেও পোস্ট করেন কাজী ইসহাক। ফেসবুক আইডিতে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের বর্বর হামলার ছবি, ভিডিওসহ কয়েকটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘ঘৃণা করলাম সংগঠন ছাত্রলীগকে। দুনিয়াতে তুমি যে দল করবে আখিরাতে তুমি সেই দলভুক্ত হয়ে হাশরের ময়দানে উঠবে। কী অন্যায় করেছিল আমার বোন?’

ফেসবুকে কাজী ইসহাক আরও লিখেন, ‘ঘৃণা করি তুমাদের রাজনীতি, তুমাদের রাজনীতিতে অসংখ্য সাধারণ মানুষের রক্ত লেগে আছে।’

এ বিষয়ে জানতে চাইলে কাজী ইসহাক বলেন, ‘আমার বিশ্বাস ছিল ছাত্রলীগ দেশের জন্য ভালো কাজ করে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। তারা স্বার্থের জন্য যা ইচ্ছা তা-ই করতে পারে। কোটা আন্দোলনকারীদের ওপর হামলার বিষয়টি আমি কিছুতেই মানতে পারছি না। তাই বিবেকের তাড়নায় আমি ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কাজী ইসহাককে বহিষ্কার করা হতে পারে ভেবে সে নিজেই পদত্যাগ করতে পারে।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস