হোম > সারা দেশ > রংপুর

‘বিবেকের তাড়নায় ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা করেছি’

শরীয়তপুর প্রতিনিধি

‘ঘৃণা করলাম সংগঠন ছাত্রলীগকে’—এই লেখা ফেসবুকে পোস্ট করে ছাত্রলীগ ত্যাগ করেছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইসহাক। গতকাল সোমবার ফেসবুকে নিজের আইডিতে এই পোস্ট করেন তিনি।

পরে কাজী ইসহাক এ বিষয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন। তিনি লিখেন, ‘বিবেকের তাড়নায় আমি ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা করেছি।’ এর আগে তিনি আলাওলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে কাজী ইসহাক উল্লেখ করেন, “যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি কাজী ইসহাক। হাদিস মোতাবেক, ‘দুনিয়াতে তুমি যে দল করবে আখিরাতে তুমি সেই দলভুক্ত হয়ে হাশরের ময়দানে উঠবে।’ এ প্রসঙ্গে আমি বাংলোদেশ ছাত্রলীগ, আলাওলপুর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে সম্পূর্ণ সজ্ঞানে নিজে পদত্যাগ করলাম।’

পদত্যাগপত্র নিজের ফেসবুকেও পোস্ট করেন কাজী ইসহাক। ফেসবুক আইডিতে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের বর্বর হামলার ছবি, ভিডিওসহ কয়েকটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘ঘৃণা করলাম সংগঠন ছাত্রলীগকে। দুনিয়াতে তুমি যে দল করবে আখিরাতে তুমি সেই দলভুক্ত হয়ে হাশরের ময়দানে উঠবে। কী অন্যায় করেছিল আমার বোন?’

ফেসবুকে কাজী ইসহাক আরও লিখেন, ‘ঘৃণা করি তুমাদের রাজনীতি, তুমাদের রাজনীতিতে অসংখ্য সাধারণ মানুষের রক্ত লেগে আছে।’

এ বিষয়ে জানতে চাইলে কাজী ইসহাক বলেন, ‘আমার বিশ্বাস ছিল ছাত্রলীগ দেশের জন্য ভালো কাজ করে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। তারা স্বার্থের জন্য যা ইচ্ছা তা-ই করতে পারে। কোটা আন্দোলনকারীদের ওপর হামলার বিষয়টি আমি কিছুতেই মানতে পারছি না। তাই বিবেকের তাড়নায় আমি ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কাজী ইসহাককে বহিষ্কার করা হতে পারে ভেবে সে নিজেই পদত্যাগ করতে পারে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ