‘ঘৃণা করলাম সংগঠন ছাত্রলীগকে’—এই লেখা ফেসবুকে পোস্ট করে ছাত্রলীগ ত্যাগ করেছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইসহাক। গতকাল সোমবার ফেসবুকে নিজের আইডিতে এই পোস্ট করেন তিনি।
পরে কাজী ইসহাক এ বিষয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন। তিনি লিখেন, ‘বিবেকের তাড়নায় আমি ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা করেছি।’ এর আগে তিনি আলাওলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে কাজী ইসহাক উল্লেখ করেন, “যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি কাজী ইসহাক। হাদিস মোতাবেক, ‘দুনিয়াতে তুমি যে দল করবে আখিরাতে তুমি সেই দলভুক্ত হয়ে হাশরের ময়দানে উঠবে।’ এ প্রসঙ্গে আমি বাংলোদেশ ছাত্রলীগ, আলাওলপুর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে সম্পূর্ণ সজ্ঞানে নিজে পদত্যাগ করলাম।’
পদত্যাগপত্র নিজের ফেসবুকেও পোস্ট করেন কাজী ইসহাক। ফেসবুক আইডিতে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের বর্বর হামলার ছবি, ভিডিওসহ কয়েকটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘ঘৃণা করলাম সংগঠন ছাত্রলীগকে। দুনিয়াতে তুমি যে দল করবে আখিরাতে তুমি সেই দলভুক্ত হয়ে হাশরের ময়দানে উঠবে। কী অন্যায় করেছিল আমার বোন?’
এ বিষয়ে জানতে চাইলে কাজী ইসহাক বলেন, ‘আমার বিশ্বাস ছিল ছাত্রলীগ দেশের জন্য ভালো কাজ করে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। তারা স্বার্থের জন্য যা ইচ্ছা তা-ই করতে পারে। কোটা আন্দোলনকারীদের ওপর হামলার বিষয়টি আমি কিছুতেই মানতে পারছি না। তাই বিবেকের তাড়নায় আমি ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা করেছি।’