হোম > সারা দেশ > রংপুর

হামলার ভয়ে মাদ্রাসায় যেতে পারছেন না সুপার আলমগীর

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুরে হামলার ভয়ে ২০ দিন ধরে মাদ্রাসায় যেতে পারছেন না একজন ভারপ্রাপ্ত সুপার। মারধরের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ায় আসামিরা আবারও হামলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সুপার আলমগীর হোসেন।

হামলার শিকার ভারপ্রাপ্ত সুপার আলমগীর হোসেন জানান, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য নুর আলম তাঁর কাছে নির্বাচনী খরচ বাবদ ৫০ হাজার টাকা দাবি করেন। দাবি করা টাকা না দেওয়ায় গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার কেশবপুর বাজারে নুর আলমসহ পাঁচ যুবক সুপার আলমগীর হোসেনকে বেধড়ক মারধর করেন। 

পরে স্থানীয় লোকজন সুপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত দিন ভর্তি ছিলেন। সুস্থ হয়ে নুর আলমসহ পাঁচজন যুবকের নামে মিঠাপুকুর থানা-পুলিশের কাছে অভিযোগপত্র দেন সুপার আলমগীর হোসেন। থানায় অভিযোগ দেওয়ায় নুর আলম ও তাঁর সহযোগীরা আবারও হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেন আলমগীর হোসেন। ভয়ে তিনি মাদ্রাসায় যেতে পারছেন না। তিনি জানান, মাদ্রাসায় গেলে জীবনের ঝুঁকি রয়েছে। 

এ প্রসঙ্গে মিঠাপুকুর থানার দায়িত্বে থাকা এএসপি (ডি সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, ‘চাঁদা দাবি সঠিক নয়। বাদী ও বিবাদী সম্পর্কে আত্মীয়। বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২