হোম > সারা দেশ > রংপুর

হামলার ভয়ে মাদ্রাসায় যেতে পারছেন না সুপার আলমগীর

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুরে হামলার ভয়ে ২০ দিন ধরে মাদ্রাসায় যেতে পারছেন না একজন ভারপ্রাপ্ত সুপার। মারধরের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ায় আসামিরা আবারও হামলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সুপার আলমগীর হোসেন।

হামলার শিকার ভারপ্রাপ্ত সুপার আলমগীর হোসেন জানান, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য নুর আলম তাঁর কাছে নির্বাচনী খরচ বাবদ ৫০ হাজার টাকা দাবি করেন। দাবি করা টাকা না দেওয়ায় গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার কেশবপুর বাজারে নুর আলমসহ পাঁচ যুবক সুপার আলমগীর হোসেনকে বেধড়ক মারধর করেন। 

পরে স্থানীয় লোকজন সুপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত দিন ভর্তি ছিলেন। সুস্থ হয়ে নুর আলমসহ পাঁচজন যুবকের নামে মিঠাপুকুর থানা-পুলিশের কাছে অভিযোগপত্র দেন সুপার আলমগীর হোসেন। থানায় অভিযোগ দেওয়ায় নুর আলম ও তাঁর সহযোগীরা আবারও হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেন আলমগীর হোসেন। ভয়ে তিনি মাদ্রাসায় যেতে পারছেন না। তিনি জানান, মাদ্রাসায় গেলে জীবনের ঝুঁকি রয়েছে। 

এ প্রসঙ্গে মিঠাপুকুর থানার দায়িত্বে থাকা এএসপি (ডি সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, ‘চাঁদা দাবি সঠিক নয়। বাদী ও বিবাদী সম্পর্কে আত্মীয়। বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার