হোম > সারা দেশ > রংপুর

সীমান্তে বিএসএফের হাতে আটক তরুণকে ফেরাল বিজিবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সীমান্তে আটক তরুণকে ফেরাল বিজিবি। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক এক বাংলাদেশি তরুণকে ফেরত আনা হয়েছে। আজ

বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ, ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের (বিজিবি) মাধ্যমে তাঁকে ফেরত আনা হয়।

আটক ওই তরুণের নাম সাহেরুল ইসলাম (২১)। তিনি জেলার হরিপুর থানা এলাকার বাসিন্দা।

সূত্রে জানা যায়, গতকাল বুধবার মো. সাহেরুল ইসলাম নামে ওই বাংলাদেশি তরুণ সীমান্ত পিলার ৩৬৮/১-এস থেকে আনুমানিক ৫৫০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশকালে বিএসএফের হাতে আটক হন।

আটকের পর বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করে। এরপর বিজিবির পক্ষ থেকে তাঁকে ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়। বিজিবির অব্যাহত চেষ্টা ও বিএসএফের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে আজ সীমান্ত পিলার ৩৬৮/২-এসের কাছে ফুলবাড়ী বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সাহেরুল ইসলামকে ফেরত আনা হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশের দায়ে সাহেরুল ইসলামকে হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ