হোম > সারা দেশ > রংপুর

চিরিরবন্দরে বেলান নদের খননকাজ শুরু

খানসামা ও চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে বেলান নদের খননকাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া বৈকুণ্ঠপুর এলাকায় খননকাজের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী।

চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার, চিরিরবন্দরের ইউএনও খালিদ আহসান, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ, খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায়।

এ ছাড়া উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান, কাচিনীয়া বাজার বেলান নদ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

চিরিরবন্দর উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান বলেন, ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে এলজিইডি প্রকল্পটি বাস্তবায়ন করছে। বেলান নদ, মরা খাল ও শাখা খাল মিলে মোট ১১ কিলোমিটার নদী ৬ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে খনন করবে কাচিনীয়া বাজার বেলান খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি।

কাচিনীয়া বাজার বেলান নদ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, এই নদ খননের ফলে কৃষি, মৎস্য চাষ, হাঁস পালন, আর্থসামাজিক উন্নয়ন ও ফসল উৎপাদনে সুবিধা পাবেন কৃষকেরা।

স্থানীয় সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী আজকের পত্রিকাকে বলেন, নদ-নদীর নাব্যতা রক্ষা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ এই নদ খনন কাজের উদ্বোধন করা হলো। এটি সম্পন্ন হলে এই এলাকার মানুষ লাভবান হবে।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ