রংপুরের গঙ্গাচড়ায় মসিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির সকল পদ থেকে অব্যাহতি দেওয়া রাঙ্গার সমর্থকেরা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে। রাঙ্গাকে জাতীয় পাটির সকল পদ থেকে অব্যাহতি দেওয়ায় গঙ্গাচড়া বাজারে মিষ্টি বিতরণ করে জাতীয় পার্টির আরেক অংশের নেতা–কর্মীরা।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গঙ্গাচড়া বাচ্চা মিয়া চেয়ারম্যান মার্কেট থেকে উপজেলা ছাত্রসমাজের কিছু নেতা-কর্মী ও জাতীয় পার্টির অঙ্গসংগঠনের রাঙ্গাপন্থী নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে গঙ্গাচড়া জিরো পয়েন্টে এসে জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ করে।
এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের জন্য গঙ্গাচড়া বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন জানান, কোনোভাবেই যেন দুই পক্ষের সংঘর্ষ না বাদে এ জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।