হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীর হাসপাতালের টয়লেটে পাওয়া নবজাতকের পরিচয় মেলেনি

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে উদ্ধার হওয়া নবজাতকের মা-বাবার পরিচয় এখনো মেলেনি। এদিকে উদ্ধারের পর থেকে নবজাতকের দেখা দিয়েছে শ্বাসকষ্ট। আজ রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করায়।

জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু রেজওয়ানুল কবীর জানান, শিশুটি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল। উন্নত চিকিৎসার জন্য আজ রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পরবর্তী করণীয় সম্পর্কে সমাজসেবা অধিদপ্তরসহ পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, হাসপাতালের রেজিস্ট্রারে নবজাতকের মায়ের দেওয়া নাম ও ঠিকানায় খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু এই ঠিকানায় ওই নামে কাউকে পাওয়া যায়নি।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে প্রসবব্যথা নিয়ে এক কিশোরী জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যায়। জরুরি বিভাগে ওই কিশোরী নিজের নাম ও ঠিকানা উল্লেখ করে টয়লেটে চলে যায়। কিছুক্ষণ পর টয়লেট থেকে বের হয়ে কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল ত্যাগ করে সে। এ সময় হাসপাতালে ভর্তি থাকা অন্য রোগীরা টয়লেটে সদ্য ভূমিষ্ঠ নবজাতককে দেখতে পেয়ে নার্সকে জানায়। পরে নার্স ও চিকিৎসকেরা শিশুটিকে উদ্ধার করেন।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু