হোম > সারা দেশ > দিনাজপুর

বিরামপুরে মুসলিমদের সহমর্মিতায় অভিভূত হিন্দু পরিবার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

বিরামপুরে মুসলিমদের সহমর্মিতায় অভিভূত হিন্দু পরিবার। ছবি: আজকের পত্রিকা

বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে গতকাল শনিবার দুপুরে রতন সাহা নামের এক সনাতন ধর্মীয় ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মেয়ের বিয়ের জন্য গচ্ছিত নগদ টাকা, স্বর্ণসহ বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব ওই পরিবারকে সহায়তার জন্য স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ব্যবসায়ী, রাজনীতিক ও সাধারণ মানুষ খাদ্যসামগ্রী, কাঁথা, কম্বল, মশারি, জামা–কাপড় ও নগদ টাকা নিয়ে সহযোগিতায় এগিয়ে এসেছেন। মুসলিমদের এই সহায়তা ও সহমর্মিতা পেয়ে নিঃস্ব পরিবারটি অভিভূত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জামায়াত নেতা, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সামর্থ্য অনুযায়ী সহায়তা নিয়ে ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। রাতে রতন সাহাকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, কম্বল, মশারি, জামা–কাপড় ও খলপা দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আনারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকসহ স্থানীয় নেতারা।

এ সময় মুসলিম সম্প্রদায়ের স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ব্যক্তিগত উদ্যোগে ওই পরিবারকে খাদ্যসামগ্রী, কাঁথা, কম্বল, জামা–কাপড় ও নগদ টাকা দিয়ে সহযোগিতা করেছেন। বিপদের সময় মুসলিম সম্প্রদায়ের বিপুল সহমর্মিতা ও সহায়তা পেয়ে রতন সাহা আবেগে আপ্লুত হয়ে সবাইকে করজোড়ে কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই পরিবারকে ঢেউটিন, নগদ টাকা ও খাদ্যসামগ্রী দেওয়া হবে।

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ