হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুরে উদ্ধারকারী ট্রেন উদ্ধারে গেল আরেক ট্রেন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর উদ্ধারকারী (রিলিফ) একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি মেরামতের লক্ষ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানার নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটের বোনারপাড়া থেকে রেলওয়ে কারখানা নিয়ে যাওয়ার পথে সৈয়দপুর স্টেশনের দক্ষিণ প্রান্তে ইয়ার্ড লাইন থেকে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত উদ্ধারকারী ৩৪০০১ নম্বর ট্রেনটি ব্রিটিশ আমলের তৈরি। এটি মেরামতের উদ্দেশ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিয়ে যাওয়ার পথে উল্লেখিত স্থানে লাইনচ্যুত হয়। পরে দিনাজপুরের পার্বতীপুর থেকে ৫৫০ নম্বর উদ্ধারকারী একটি ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় রেলওয়ের এক কর্মকর্তা জানান, ইয়ার্ড লাইনগুলো দীর্ঘদিন থেকে এক রকম অরক্ষিত হয়ে পড়ে আছে। লাইনে নেই কোনো পাথর। চুরি হয়ে গেছে নাট-বল্টু। এ ছাড়া স্লিপার ও স্লিপারে আটকানো ক্লিপও উধাও হয়ে গেছে। এতে করে লাইনগুলো ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই প্রায় এ রকম দুর্ঘটনা ঘটছে। 

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা আজকের পত্রিকাকে জানান, ইতিমধ্যে লাইনগুলোর সংস্কারে দরপত্রের কাজ সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই সংস্কার কাজ শুরু হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ