হোম > সারা দেশ > নীলফামারী

এক ঘণ্টার জন্য ইউপি চেয়ারম্যান কিশোরী হিয়া

নীলফামারী প্রতিনিধি

এক ঘণ্টার জন্য নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে রুবাইয়াত হোসেন হিয়া। এ সময়ের মধ্যে হিয়া বাল্যবিয়ে, শিশুশ্রম, শিশুদের ওপর হওয়া সহিংসতা প্রতিরোধ এবং শিশুবান্ধব উপজেলা গড়ে তোলার লক্ষ্যে নিজের পরিকল্পনা তুলে ধরেন। মূলত এটি ছিল প্রতীকী দায়িত্ব গ্রহণ।

নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) ৪০ জেলায় নেওয়া ‘গার্লস টেকওভার কর্মসূচি’র অংশ হিসেবে নীলফামারীতেও এ আয়োজন করা হয়। 

এলাকা সূত্রে জানা যায়, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী হিয়া এ দায়িত্ব গ্রহণ করেন। সম্প্রতি উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে হিয়াকে এক ঘণ্টার জন্য দায়িত্ব হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

এক ঘণ্টার জন্য প্রতীকী দায়িত্ব নিয়ে হিয়া নিজের পরিকল্পনা তুলে ধরেন। হিয়া বলেন, 'দেশে শিশু সহিংসতার মাত্রা বেড়ে গেছে। বিশেষ করে করোনাকালে বাল্য বিয়ের সংখ্যা অনেক গুন বেড়েছে। যে সময়ে শিশুরা স্কুলে থাকার কথা সে সময়ে সংসারের দায়িত্ব নিয়েছে। এটি রোধ করতে না পারলে আমরা অনিশ্চয়তায় দিকে যাব। এ জন্য সবাইকে সচেতন করে তোলা এখন আমাদের সবার কাজ।' 

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন, 'এক ঘণ্টায় আমি তাঁর কথা শুনে অভিভূত হয়েছি। সে শিশুদের নিয়ে অনেক স্বপ্ন দেখাচ্ছে। আগামী দিনের কান্ডারি শিশুদের সঠিক গন্তব্যে নিতে আমিও তার সহযাত্রী হিসেবে থাকতে চাই।'

প্রসঙ্গত, সম্প্রতি ইয়েস বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় ৪০ জেলায় একযোগে এই কর্মসূচি বাস্তবায়ন করে এনসিটিএফ।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ