হোম > সারা দেশ > নীলফামারী

বন্ধ ঘরে গৃহপরিচারিকার রক্তাক্ত লাশ, লুটপাটের অভিযোগ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর সৈয়দপুরে বন্ধ ঘরে শামসুন্নাহার (৬৫) নামের এক নারীর রক্তাক্ত লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের চাদগর এলাকায় রহিলা বেগম নামের এক স্কুলশিক্ষকের বাড়িতে লাশটি পাওয়া যায়।

নিহত শামসুন্নাহার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ এলাকার ডাঙারহাট ফকিরপাড়ার মৃত আজাহার আলীর স্ত্রী। তিনি রহিলা বেগমের দূরসম্পর্কীয় বোন ও গৃহপরিচারিকা। রহিলা বেগম স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

রহিলা বেগম বলেন, ‘অন্যান্য দিনের মতো এ দিন দুপুরে টিফিনের সময় বাসায় এসে দরজায় ধাক্কা দিই। কোনো সাড়া না পেয়ে জানালায় নক করি। কিন্তু তাতেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় পাশের বাসার লোকজনকে ডেকে আনি। এ সময় দেখতে পাই দরজার বাইর থেকে সিটকিনি লাগানো। এমতাবস্থায় আমরা দরজা খুলে ঘরে ঢুকে দেখি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আপা (শামসুন্নাহার)। মাথায় বড় ধরনের জখম। জানি না কীভাবে এমন হলো। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটাল। তবে বাসার সব ঘরের আসবাবপত্র তছনছ করা হয়েছে। বাসা থেকে ৪৫ হাজার নগদ টাকা, ২ ভরি স্বর্ণালংকার ও একটা এলইডি টিভি খোয়া গেছে।’

নিহত বৃদ্ধার ছেলে সামসুল বলেন, ‘ঘটনার দিন বেলা ১১টার দিকেই মায়ের সঙ্গে মোবাইলে কথা হয়েছে। এ সময় তিনি শরীর ভালো নয় বলে জানান। তখন তাঁকে বাড়িতে চলে আসতে বলি। এতে মা বলেন আগামী রোব কি সোমবার বাড়িতে আসবেন। কিন্তু বেলা ৩টার দিকে মোবাইলে জানানো হয় মা মারা গেছেন। এসে শুনি মাকে হত্যা করা হয়েছে। এখনো লাশ দেখতে দেয়নি পুলিশ।’

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশসহ বাসাটি আমাদের জিম্মায় নিয়েছি। রংপুর থেকে পুলিশের বিশেষ শাখার একটি টিম আসছে। তারা আসার পর সরেজমিন সুরতহাল তদন্ত করে লাশ থানায় নেওয়া হবে।’

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ