হোম > সারা দেশ > লালমনিরহাট

ব্রীসদেবের বিকৃত লাশ চিনতে পারছে না মা

প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ছাটহর নারায়ণ গ্রামে নিজের থাকার ঘর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম ব্রীসদেব রায়। ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে সিআইডি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে কাজ করছে সিআইডি, পুলিশ। 

স্থানীয়রা জানান, ব্রীসদেব সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ছাটহর নারায়ণ গ্রামের মৃত প্রসন্ন কুমারের ছেলে। প্রায় ১ বছর ধরে তাঁর মা নয়নতারা এক আত্মীয়ের বাড়িতে থাকেন। তখন থেকে বাড়িতে একাই থাকতেন ব্রীসদেব। গতকাল বিকেলে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বেরোলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ঘরের ভেতর থেকে ব্রীসদেবের বিকৃত লাশ উদ্ধার করে। ব্রীসদেবের লাশের মাথা ও পা রশি দিয়ে খাটের সঙ্গে বাঁধা ছিল। লাশ শনাক্ত করে স্থানীয়রা বলছেন, হয়তো কয়েক দিন আগে তাঁর মৃত্যুর ঘটনা ঘটেছে। 

ছেলের মৃত্যুর খবর শুনে ছুটে এসেছেন ব্রীসদেবের মা নয়ন তারা। ছেলে ব্রীসদেবের বিকৃত লাশ দেখে এখনো চিনতে পারছে না নয়ন তারা। এক বছর ধরে আত্মীয়ের বাড়িতে থাকছি বলে বিলাপ করতে থাকেন তিনি। 

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল ঘটনাস্থল পরিদর্শনে এসে সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, লাশ থেকে দুর্গন্ধ বের হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টসহ সিআইডির এক্সপার্ট টিম মাঠে কাজ করছে। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ