হোম > সারা দেশ > রংপুর

সাংবাদিকের ভয়ে দোকান বন্ধ করে পালালেন অসাধু ব্যবসায়ী

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারের বেশ কয়েকটি দোকানে টিসিবির ২ লিটার ওজনের বোতলজাত সয়াবিন তেল বিক্রি করছে। ২ লিটার বোতলজাত সয়াবিন তেল ২২০ টাকা দরে কিনলেও খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করছেন ৩৪০ টাকা দামে। এ ঘটনায় সাংবাদিকদের কাছে হাতেনাতে ধরা খেয়ে অসাধু ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালানোর ঘটনা ঘটেছে। 

স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে এমনটা হচ্ছে বলে অভিযোগ করেন ক্রেতারা। তবে ঘটনার সত্যতা পেলে শাস্তির আওতায় আনার আশ্বাস স্থানীয় প্রশাসনের। 

শুক্রবার বিকেলে বালিয়াডাঙ্গীর লাহিড়ী হাটের কয়েকটি দোকানে সরেজমিনে দেখা গেছে, সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা টিসিবির বেশ কিছু বসুন্ধরা বোতলজাত সয়াবিন তেল। স্থানীয় সাংবাদিকদের মধ্যে একজন ক্রেতা সেজে তেল কিনতে চাইলে, তেলের বোতল দেওয়ার আগেই ২ লিটার তেলের মূল্য চাইলেন ৩৪০ টাকা। সেই বোতল হাতে নেওয়ার পর বোতলের একপাশে স্টিকার ছেঁড়া পাওয়া গেলেও গায়ে কোনো মূল্য লেখা ছিল না। 

এ সময় আকরাম আলী নামে এক দোকানির বসার স্থানের পেছনে পাওয়া যায় টিসিবির মনোগ্রামসহ আরও এক বাক্স সয়াবিন তেল। 

জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, বাসার খাওয়ার জন্য দোকানের কর্মচারীদের লাইনে দাড় করিয়ে দিয়ে কিনেছেন ২ লিটার বোতলজাত সয়াবিন তেল। 

 ‘দোকানে ওই তেল রেখে বিক্রি করছেন কেন?’ এমন প্রশ্নের জবাবে ওই দোকানি বলেন, ‘দোকানে কর্মচারী ছেলেটি ভুল করে বিক্রির চেষ্টা করছিল।’ তবে দোকানে পাওয়া টিসিবির বাক্সের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। 

এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা ছবি তোলা শুরু করলে আশপাশের দোকানগুলো দ্রুত বন্ধ করে পালিয়ে যান দোকানিরা। 

বাজারের কয়েকজন হোটেল ব্যবসায়ীর জানিয়েছেন, বাজারের বেশির ভাগ দোকানে এ রকম টিসিবির তেল, ডাল ও চিনি পাওয়া যাবে। সবাই প্রায় খোলামেলা ভাবেই এগুলো বিক্রি করছে। টিভি ও পত্রিকায় এসব বন্ধে অভিযানের খবর শুনলেও বাস্তবে বাজারে এমন অভিযান দেখতে পাননি। 

এ বিষয়ে লাহিড়ী বাজার এলাকার টিসিবি ডিলার শিমুল বলেন, ‘দোকানে পাওয়া টিসিবির তেল কোথায় থেকে এসেছে আমার জানা নেই। আমি কোনো দোকানির কাছে কখনোই বিক্রি করিনি। নিয়ম মেনেই টিসিবির মাল বিক্রি করছি। এমনিতেই ক্রেতার অভাব নেই। দোকানের কাছে বিক্রি করার প্রশ্নই আসে না।’ 

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, ‘আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। টিসিবির কাছ থেকে কেনা পণ্য খোলা বাজারে বিক্রয়ের প্রমাণ মিললে কঠিন শাস্তির আওতায় আনা হবে।’ 

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড