হোম > সারা দেশ > নীলফামারী

জলঢাকায় জামায়াতের ৫ নেতা-কর্মী কারাগারে

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় জামায়াত-শিবিরের পাঁচ নেতা-কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

নেতা-কর্মীরা হলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. কামরুজ্জামান (৪৮), জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মহসিন আলী (২৮), উপজেলা ইসলামী ছাত্রশিবিরের কোষাধ্যক্ষ ও উপজেলা জামায়াতের আমিরের ছেলে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম (২৯), ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম (৪৮) ও শিবিরকর্মী মো. মাইনুল ইসলাম (২০)।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে কারাগারে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করার পরিকল্পনায় উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামে উপজেলা জামায়াতের আমির মো. মোখলেছুর রহমান মাস্টারের বাড়িতে একটি গোপন বৈঠক করে আসামিরা। এমন সংবাদে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে জামায়াত–শিবিরের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।

এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, বাঁশের লাঠি ও রড উদ্ধার করা হয়। পরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারায় মামলা দায়ের (মামলা নম্বর ৩৫/১০০, তারিখ ২৭.০৪. ২০২৩) করে আদালতের মাধ্যমে তাঁদের আজ সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার