হোম > সারা দেশ > রংপুর

মহাসড়কের গাছ চুরি, যুবদলের ৪ কর্মী আটক

লালমনিরহাট প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাতের আঁধারে মহাসড়কের গাছ চুরির সময় হাতেনাতে যুবদলের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দ্রারপার এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন— লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মোকছেদ (৩৩), উজ্জ্বল (২৩), আশরাফুল (২৮) ও বুড়া মিয়া (২৬)। তাঁরা ওই ইউনিয়নের ভোলারচওড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট-রংপুর মহাসড়কের দুই পাশে বড় আকারের বেশ কিছু গাছ ছিল। দুর্বৃত্তরা সদরের বিমানবাহিনী এলাকা থেকে বড়বাড়ি পর্যন্ত প্রতিরাতে গাছ কেটে নিয়ে যায়। এই তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালায় সদর থানা-পুলিশ। এ সময় মহেন্দ্রনগর ইন্দ্রারপাড় এলাকায় গাছ কাটার সময় পুলিশ হাতেনাতে একজনকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ৩ জনকে আটক করা হয়। পুলিশ কেটে ফেলা গাছের কয়েকটি গুঁড়ি জব্দ করেছে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, ‘রাতের আঁধারে মহাসড়কের গাছ কেটে নেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছি। জেলা পরিষদকে মামলা দিতে আহ্বান করা হয়েছে। তারা না দিলে পুলিশ বাদী হয়ে মামলা করা হবে।’

লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার) ফিরোজ হোসেন বলেন, ‘গাছ চুরির একটি ঘটনা শুনেছি। লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ব্রাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমার শেষ দিনে অফিসে তালা, কর্মকর্তারা লাপাত্তা