হোম > সারা দেশ > গাইবান্ধা

সাদুল্লাপুরে বিরোধ মেটাতে গিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 

হত্যাকাণ্ডের ঘটনায় ফুয়াদ মিয়ার স্বজনেরা মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সাদুল্লাপুরে পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে মামুন মিয়ার (৩০) ছুরিকাঘাতে চাচাতো ভাই ফুয়াদ মিয়া (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মামুন মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর গ্রামে এ হতাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফুয়াদ মিয়া ওই গ্রামের আফজাল মাস্টারের ছেলে। অভিযুক্ত মামুন মিয়া একই গ্রামের নুরু মিয়ার ছেলে। ফুয়াদ ও মামুন সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বাড়ির সামনে মামুন মিয়ার সঙ্গে তাঁর আপন ভাই আল আমিন মিয়া বন্ধকি কচুখেত নিয়ে ঝগড়ায় জড়ান। তাঁদের দুই ভাইয়ের ঝগড়া থামানোর জন্য ফুয়াদ মিয়া এগিয়ে গেলে মামুন মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে মামুন হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ফুয়াদের বুকে আঘাত করেন। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে রক্তাক্ত অবস্থায় স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফুয়াদের মৃত্যু হয়।

এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় ফুয়াদ মিয়ার স্বজনেরা মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযুক্ত মামুন মিয়াকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ