হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

নিহত সবুজ মিয়ার পরিবারের কয়েকজন বংশগতভাবে প্রতিবন্ধী। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের চার দিন পর সবুজ মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজি গ্রামে একটি পুকুরে মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সবুজ মিয়া ওই গ্ৰামের জহুরুল ইসলামের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানায় স্থানীয়রা।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, গত বুধবার বিকেল থেকে সবুজ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে মনিরাম কাজী গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, নিহত সবুজ মিয়ার পরিবারের কয়েকজন বংশগতভাবে প্রতিবন্ধী। এর আগে সবুজ মিয়ার মা আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। আজ সকালে পুকুর থেকে সবুজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ