হোম > সারা দেশ > রংপুর

নুরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম শহরে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মিছিল-সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা। আজ শনিবার কুড়িগ্রাম শহরসহ উলিপুর, নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এসব সমাবেশ থেকে নুরের ওপর হামলায় জড়িতদের শাস্তি এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তোলা হয়।

আজ বিকেলে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের কলেজ মোড় প্রদক্ষিণ করে ফের আগের জায়গায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন নেতা-কর্মীরা। এ সময় এনসিপি নেতা-কর্মীরাও তাঁদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন।

গণঅধিকার পরিষদের কুড়িগ্রাম শাখা সভাপতি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পার্টির কাঁধে ভর করে স্বৈরাচার আবার বাংলাদেশে পুনর্বাসিত হতে চায়। জাতীয় পার্টিকে শক্তি জোগাচ্ছে সরকারেরই একটি অংশ। আগামী ৭২ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে ভিপি নুরসহ অন্য নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে বৃহত্তর আন্দোলন করে সরকারকে বাধ্য করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।

একই দাবিতে আজ বিকেলে উলিপুর, ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলাতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি