হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে ট্রাকচাপায় ৩ কারখানাশ্রমিক নিহত

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

কর্মস্থল থেকে ফেরার সময় ট্রাকচাপায় নিহত হয়েছেন তিন কর্মী। আহত হয়েছে আরও পাঁচজন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তারাগঞ্জে রংপুর-দিনাজপুর মহাসড়কের বেলতলী ব্রাদার্স হিমাগারের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার কুর্শা ইউনিয়নের বেলতলী বাঙালীপুর এলাকায় অবস্থিত ব্লিং লেদার কোম্পানি লিমিটেড। সেখানে কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় বেলতলী মোড়ে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্যানে উঠে তারাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন ব্লিং লেদারের একদল কর্মী। ভ্যানটি সড়কের ব্রাদার্স হিমাগারের সামনে পৌঁছালে রংপুরগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও পাঁচজন। 

আহত ব্যক্তিদের মধ্যে তারাগঞ্জের অনন্তপুর গ্রামের তাসলীমা বেগম, কিশোগঞ্জ উপজেলার সিংগেরগারী গ্রামের সাথী আক্তার, মজিদ মিয়া, মদিনা আক্তারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। তাঁদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কাঠগারী গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী লাভলী বেগম (৩৫) ও একই উপজেলার দক্ষিণ চাঁদখানা গ্রামের মমতা বেগম।

তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মদ বলেন, ‘এখন পরিবেশ শান্ত আছে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত