হোম > সারা দেশ > রংপুর

হাবিপ্রবিতে ইইউ প্রতিনিধিদল, তুলে ধরা হলো বৃত্তির সুযোগ

দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য ড. মো. এনামউল্লার সঙ্গে মতবিনিময় করেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদলের বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্টিয়ান রিগার ব্রাউন। ছবি: সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য ড. মো. এনামউল্লার সঙ্গে মতবিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদলের বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্টিয়ান রিগার ব্রাউন। এতে সেবাস্টিয়ান রিগার ব্রাউন বাংলাদেশে ইইউর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি ইউরোপে উচ্চশিক্ষা, ইরাসমাস মুন্ডুসসহ বিভিন্ন স্কলারশিপের সুযোগ-সুবিধা তুলে ধরেন। তিনি বলেন, ইরাসমাস মুন্ডুস প্রোগ্রামের আবেদনসংখ্যার দিক থেকে বাংলাদেশ কয়েক বছর ধরে তৃতীয় অবস্থানে রয়েছে। গত বছর এই প্রোগ্রামে বাংলাদেশ থেকে ১৫৬ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

উপাচার্য ড. মো. এনামউল্লা বলেন, ‘আমাদের অনেক শিক্ষক-শিক্ষার্থী মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের মাধ্যমে ইউরোপে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। এ ছাড়া ইইউ শিক্ষা ও গবেষণা খাতে বাংলাদেশে অনেক প্রকল্পে সহায়তা করছে। এসব বিষয়ে আরও জানাতে ইইউ ডেলিগেশনকে হাবিপ্রবিতে সেমিনার আয়োজনের আহ্বান জানাচ্ছি।’

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশিক্ষণ (আইআরটি) দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপ-উপাচার্য ড. মো. শফিকুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির, বিভিন্ন অনুষদের ডিন, শাখা পরিচালক, আইআরটির সহযোগী পরিচালক অধ্যাপক ড. মারুফ আহমেদ এবং ইইউ ডেলিগেশনের প্রোগ্রাম ম্যানেজার জেসমিন লায়লাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

মতবিনিময় সভা শেষে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা হাবিপ্রবি ক্যাম্পাস ঘুরে দেখেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ