হোম > সারা দেশ > রংপুর

হাবিপ্রবিতে ইইউ প্রতিনিধিদল, তুলে ধরা হলো বৃত্তির সুযোগ

দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য ড. মো. এনামউল্লার সঙ্গে মতবিনিময় করেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদলের বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্টিয়ান রিগার ব্রাউন। ছবি: সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য ড. মো. এনামউল্লার সঙ্গে মতবিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদলের বাংলাদেশের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্টিয়ান রিগার ব্রাউন। এতে সেবাস্টিয়ান রিগার ব্রাউন বাংলাদেশে ইইউর বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি ইউরোপে উচ্চশিক্ষা, ইরাসমাস মুন্ডুসসহ বিভিন্ন স্কলারশিপের সুযোগ-সুবিধা তুলে ধরেন। তিনি বলেন, ইরাসমাস মুন্ডুস প্রোগ্রামের আবেদনসংখ্যার দিক থেকে বাংলাদেশ কয়েক বছর ধরে তৃতীয় অবস্থানে রয়েছে। গত বছর এই প্রোগ্রামে বাংলাদেশ থেকে ১৫৬ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

উপাচার্য ড. মো. এনামউল্লা বলেন, ‘আমাদের অনেক শিক্ষক-শিক্ষার্থী মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের মাধ্যমে ইউরোপে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। এ ছাড়া ইইউ শিক্ষা ও গবেষণা খাতে বাংলাদেশে অনেক প্রকল্পে সহায়তা করছে। এসব বিষয়ে আরও জানাতে ইইউ ডেলিগেশনকে হাবিপ্রবিতে সেমিনার আয়োজনের আহ্বান জানাচ্ছি।’

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশিক্ষণ (আইআরটি) দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপ-উপাচার্য ড. মো. শফিকুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির, বিভিন্ন অনুষদের ডিন, শাখা পরিচালক, আইআরটির সহযোগী পরিচালক অধ্যাপক ড. মারুফ আহমেদ এবং ইইউ ডেলিগেশনের প্রোগ্রাম ম্যানেজার জেসমিন লায়লাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

মতবিনিময় সভা শেষে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা হাবিপ্রবি ক্যাম্পাস ঘুরে দেখেন।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড