হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারী-নাগেশ্বরীর তিন সীমান্তে ২৩ জন পুশ ইন করল বিএসএফ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার তিন সীমান্ত দিয়ে ২৩ জন নারী-পুরুষকে ঠেলে দিয়েছে (পুশ ইন) বিএসএফ। মঙ্গলবার ভোররাতে বিএসএফ তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্ত দিয়ে তিনজন নারী ও পাঁচজন পুরুষ, চর ভূরুঙ্গামারীর বাবুরহাট সীমান্ত দিয়ে দুজন নারী ও ছয়জন পুরুষ এবং নাগেশ্বরী উপজেলার কচাকাটার কেদার সীমান্ত দিয়ে পাঁচজন নারী ও দুজন পুরুষকে পুশ ইন করেছে বিএসএফ।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির আওতাধীন ভূরুঙ্গামারীর সোনাহাট ও বাবুরহাট এবং নাগেশ্বরীর কেদার বিজিবি ক্যাম্পের সদস্যরা পরে এসব নারী-পুরুষকে আটক করে। সীমান্ত দিয়ে পুশ ইন করা এসব নারী-পুরুষ কোন দেশের নাগরিক, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আটক নারী-পুরুষদের বিজিবির সোনাহাট, বাবুরহাট ও কেদার ক্যাম্পের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, সীমান্ত দিয়ে ২৩ নাগরিককে পুশ ইনের ঘটনা ঘটেছে। তারা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড