হোম > সারা দেশ > লালমনিরহাট

পাটগ্রাম সীমান্তে রোহিঙ্গা নারী আটক

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে রমিদা বেগম (২১) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশি পাহারায় তাঁকে চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এই তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, মিয়ানমারের ওই নারী নাগরিক গতকাল সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি সীমান্তের প্রধান পিলার ৮১২ নম্বর থেকে ৩০-৪০ গজ সীমান্ত এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় বিজিবির পানবাড়ি কোম্পানি সদরের টহল দলের সদস্যরা তাঁকে আটক করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তাঁকে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়। শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ওই নারীকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয় পুলিশ।

জিজ্ঞাসাবাদে ওই নারী বলেন, তিনি মিয়ানমারের নাগরিক ও কক্সবাজারের উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্প ১৮ সি নম্বর ক্যাম্প ব্লক কে-১২-এর বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত সৈয়দ কবির। তিনি দুই মাস আগে রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে আসেন। গতকাল সোমবার ভারতে ঢোকার চেষ্টাকালে আটক হন রমিদা।

এ বিষয়ে জানতে চাইলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আটক রোহিঙ্গা নারীকে আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে পুলিশি পাহারায় ফেরত পাঠানো হয়েছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ