হোম > সারা দেশ > লালমনিরহাট

পাটগ্রাম সীমান্তে রোহিঙ্গা নারী আটক

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে রমিদা বেগম (২১) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশি পাহারায় তাঁকে চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এই তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, মিয়ানমারের ওই নারী নাগরিক গতকাল সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি সীমান্তের প্রধান পিলার ৮১২ নম্বর থেকে ৩০-৪০ গজ সীমান্ত এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় বিজিবির পানবাড়ি কোম্পানি সদরের টহল দলের সদস্যরা তাঁকে আটক করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তাঁকে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়। শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ওই নারীকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয় পুলিশ।

জিজ্ঞাসাবাদে ওই নারী বলেন, তিনি মিয়ানমারের নাগরিক ও কক্সবাজারের উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্প ১৮ সি নম্বর ক্যাম্প ব্লক কে-১২-এর বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত সৈয়দ কবির। তিনি দুই মাস আগে রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে আসেন। গতকাল সোমবার ভারতে ঢোকার চেষ্টাকালে আটক হন রমিদা।

এ বিষয়ে জানতে চাইলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আটক রোহিঙ্গা নারীকে আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে পুলিশি পাহারায় ফেরত পাঠানো হয়েছে।’

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস