হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে হাসপাতাল থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের চারতলা থেকে পড়ে দিবাকর দাস রয়েল (৪৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার এ ঘটনা ঘটে।

নিহত দিবাকর দাস রয়েল বীরগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সুজালপুর মাস্টারপাড়া এলাকার সীতানাথ দাসের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ব্রেন স্ট্রোকজনিত (মস্তিষ্কে রক্তক্ষরণ) কারণে ২ জানুয়ারি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন দিবাকর দাস। তিনি হাসপাতালের চারতলায় মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেলে চারতলা থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ জানান, চারতলায় মেডিসিন ওয়ার্ডের বারান্দার দরজা খোলা ছিল। ওয়ার্ডের ভেতর থেকে বেরিয়ে তিনি বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতের ছেলে সন্দীপ দাস (২২) জানান, ২ জানুয়ারি সকালে দিবাকরের ব্রেন স্ট্রোক হয়। প্রথমে তাঁকে বীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে ব্রেন স্ট্রোকের বিষয়ে জানতে পারে দিবাকরের পরিবার।

সন্দীপ দাস বলেন, ‘আজ সকাল থেকে কিছুটা ছটফট করছিলেন। বিকেলে মেডিসিন ওয়ার্ডের বারান্দার দরজা খোলা পেয়ে বাইরে গিয়েছেন। পরে মৃত অবস্থায় হাসপাতালের নিচে পড়ে থাকতে দেখেন।’

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, হাসপাতাল থেকে দিবাকর দাস রয়েল নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সে কিছুদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে এ বিষয়ে তদন্ত চলছে। থানায় অস্বাভাবিক মৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন