হোম > সারা দেশ > রংপুর

পলাশবাড়ীর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে তিন সংবাদিকসহ ১০ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা। আজ সোমবার সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে চৌমাথা মোড়ে এ মানববন্ধন করা হয়। 

পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি ফজলুল হক দুদুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মনজুর কাদির মুকুল, আবুল কালাম আজাদ, সাইদুর রহমান মাষ্টার, ফেরদাউছ মিয়া, নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম রতন আশরাফুল ইসলাম, মাসুদার রহমান মাসুদ, মোমেনুর রশিদ সাগর, শাহরিয়ার কবির আকন্দ, মোশফেকুর রহমান মিল্টন, স্বেচ্ছা ব্লাড ফাইটার্স সাধারণ সম্পাদক নাইম ইসলাম প্রমুখ। 

জানা যায়, সম্প্রতি প্রকাশিত নারীঘটিত একটি সংবাদের জের ধরে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন ফাতেমা বেগম নামে এক নারী। বাদী স্থানীয় লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী আবু জাহিদ নিউয়ের কথিত সহকারী। 

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তভার পিবিআই গাইবান্ধার ওপর ন্যস্ত করে। মামলায় সিনিয়র সাংবাদিক মনজুর কাদির মুকুল, সিরাজুল ইসলাম রতন ও আল কাদরী কিবরিয়া সবুজসহ ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু