হোম > সারা দেশ > বগুড়া

জামিনে বেরিয়ে ফের গ্রেপ্তার বগুড়ায় আ.লীগ নেত্রী লিপি

বগুড়া প্রতিনিধি

মাহফুজা খানম লিপি। ছবি: সংগৃহীত

জামিনে মুক্ত হয়ে বাড়ি যাওয়ার পথে আবার গ্রেপ্তার হয়েছেন বগুড়ায় আওয়ামী লীগ নেত্রী মাহফুজা খানম লিপি (৪৫)। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য। আজ শনিবার সদর থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে উচ্চ আদালতের আদেশে গতকাল শুক্রবার বিকেলে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান মাহফুজা খানম লিপি। পরে বাড়ি যাওয়ার পথে শহরের সাতমাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৮ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার হন মাহফুজা খানম লিপি ও তাঁর স্বামী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (৫২)। তাঁদের বিরুদ্ধে সদর থানায় হত্যাচেষ্টার ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল। গ্রেপ্তারের পর স্বামী-স্ত্রী দুজনেই কারাগারে বন্দী ছিলেন।

ওসি এস এম মঈনুদ্দিন বলেন, সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান মাহফুজা খানম লিপি। সেই অনুযায়ী শুক্রবার বিকেলে জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পরে সদর থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার