হোম > সারা দেশ > নাটোর

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী: সেনাপ্রধান

নাটোর প্রতিনিধি

সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির গর্ব হিসেবে দেখার প্রয়াসে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে।’

সেনাপ্রধান বলেন, ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে সাংগঠনিক কাঠামো অনুযায়ী সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমান।’ তিনি দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

আজ সোমবার নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক বিএমটিএফ মেজর জেনারেল সুলতানুজ্জামান, মেজর জেনারেল নজরুল ইসলাম, মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহী, ইঞ্জিনিয়ার ইন চিফ বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল মো. আশরাফুল ইসলাম, বাংলাদেশ চা বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল ইফতেখার আনিস, সেনা কল্যাণ সংস্থা চেয়ারম্যান এবং কমান্ড্যান্ট ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং ব্রিগেডিয়ার জেনারেল মুনিরুজ্জামানসহ বিভিন্ন ইউনিটের অধিনায়কেরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সেনাপ্রধান বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ