হোম > সারা দেশ > নাটোর

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী: সেনাপ্রধান

নাটোর প্রতিনিধি

সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির গর্ব হিসেবে দেখার প্রয়াসে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে।’

সেনাপ্রধান বলেন, ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে সাংগঠনিক কাঠামো অনুযায়ী সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমান।’ তিনি দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

আজ সোমবার নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক বিএমটিএফ মেজর জেনারেল সুলতানুজ্জামান, মেজর জেনারেল নজরুল ইসলাম, মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহী, ইঞ্জিনিয়ার ইন চিফ বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল মো. আশরাফুল ইসলাম, বাংলাদেশ চা বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল ইফতেখার আনিস, সেনা কল্যাণ সংস্থা চেয়ারম্যান এবং কমান্ড্যান্ট ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং ব্রিগেডিয়ার জেনারেল মুনিরুজ্জামানসহ বিভিন্ন ইউনিটের অধিনায়কেরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সেনাপ্রধান বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন।

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়