হোম > সারা দেশ > বগুড়া

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলায় ট্রেনে কাটা পড়ে রেণু (৫০) বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার সোনাতলা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

রেণু বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মধুরাপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চোখের অপারেশন করেন রেণু। আজ মঙ্গলবার সকালে বগুড়া শহরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন দেবর ও দেবরের স্ত্রী। সোনাতলা উপজেলার রেল স্টেশনের ২ নম্বর রেলগেট পার হওয়ার সময় বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন রেণু বেগম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে যাওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে রেণু বেগমের মৃত্যু হয়। 

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়েছে। 

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা