নাটোরের বড়াইগ্রামে একটি তেলের পাম্পে দাঁড়িয়ে থাকা তিনটি বাস আগুনে পুড়ে গেছে। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বিষয়টি নিশ্চিত করেন।
ফিলিং স্টেশন কর্মচারী নাজমুল হোসেন বলেন, পাম্পে জিএম এবং আরকেআর কোম্পানির ২০টির মতো বাস রাখা ছিল। জিএম পরিবহনের একটি বাস সোয়া ৪টার দিকে ফিলিং স্টেশন থেকে নিয়ে যায়। এর পরপরই পেছনের দিকে রাখা জিএম পরিবহন বাসগুলো থেকে ধোঁয়া দেখা যায়। সেখানে এগিয়ে যেতেই বাসে আগুন চোখে পড়ে। এ সময় নিজেরা চেষ্টা করার পাশাপাশি বনপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি বাস পুড়ে যায়।
জিএম পরিবহনের মালিক সোলাইমান আলী বলেন, ‘প্রায় ১৫ বছর ধরে এই ফিলিং স্টেশনে গাড়ি রাখা হয়। অবরোধের কারণে ফিলিং স্টেশনেই গাড়ি রাখা ছিল। সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পাই। এসে দেখি দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুনে আমাদের তিনটি বাস পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।’
বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশের টিম কাজ শুরু করেছে।