সাধারণ ভোটাররা আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে ও উন্নয়নের পক্ষে ভোট দিতে আসছে এমন মন্তব্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘নৌকার বিজয় হবেই হবে এবং আগুন-সন্ত্রাসের পতন ঘটেছে।’
আজ সকাল ৮টায় নিয়ামতপুর উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন খাদ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
নওগাঁ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধন চন্দ্র মজুমদার। মন্ত্রী বলেন, ‘ভোটের উৎসব তৈরি হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। আগুন-সন্ত্রাস যেন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, ভোট দিয়ে এটাই প্রমাণ করতে চান ভোটাররা।’
পরে খাদ্যমন্ত্রী নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ ছাড়া তাঁর নির্বাচনী এলাকার অপর দুই উপজেলা পোরশা ও সাপাহারের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।