হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে মাইক্রোবাস ও প্রাইভেট কারের সংঘর্ষ, আম ব্যবসায়ী নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও প্রাইভেট কারের সংঘর্ষে আব্দুল করিম (৪৫) নামের এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত আব্দুল করিম রাজধানীর আমিনবাজার এলাকার বাসিন্দা। 

প্রাইভেট কারের যাত্রী দেলোয়ার বলেন, ‘আম কেনার জন্য চারজন মিলে রাজশাহী গিয়েছিলাম। সকাল ৭টার দিকে প্রাইভেট কারে রওনা দিয়ে ঢাকায় ফেরার পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় প্রাইভেট কারটি দুর্ঘটনায় পড়ে। এতে চালকসহ চারজন আহত হই। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন।’ 

মাইক্রোবাসের যাত্রী নীরব মণ্ডল জানান, তাঁরা বিদেশফেরত মামাসহ ৯ জন নিয়ে ভোর ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে নওগাঁ জেলার আত্রাইয়ে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাঁর মামা নাজমুল (৩৫), মামাতো বোন বৈশাখী খাতুন (১৪), যাত্রী মহাব্বত আলী (৬৫) ও চালক সোলেমান আলী আহত হন। 

বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, মাইক্রোবাস ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান