হোম > সারা দেশ > জয়পুরহাট

মাংস কিনতে যাওয়া হলো না কৃষক আসলামের

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বাসচাপায় এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে পৌর সদরের রূপনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আসলাম সরদার (৫৫)। তিনি পৌরসভার শান্তা মহল্লার কফিল উদ্দিনের ছেলে। এ ঘটনার পর থেকে বগুড়া থেকে আক্কেলপুর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস শহরের মধ্য দিয়ে ঢুকছে না। তবে সোনামুখী থেকে বগুড়া রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর সদরের মোইন রোডের রূপনগর মোড়ে সড়কের ওপরে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে ‘বাবা মেডিসিন হাউস’ দোকানের মালামাল আনলোড করছিল। এ সময় শান্তা মহল্লা থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানে চার-পাঁচজন যাত্রী নিয়ে আক্কেলপুর বাজারে আসার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তখন ভ্যানে থাকা তিন যাত্রী ছিটকে সড়কের ওপরে পড়ে যায়।

এ সময় আক্কেলপুর থেকে বগুড়াগামী জনকল্যাণ নামক একটি বাস দ্রুতগতিতে বগুড়ার উদ্দেশে যাওয়ার পথে সড়কের ওপরে পড়ে থাকা কৃষক আসলাম সরদারকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে আসে।

নিহতের ভাই রমজান আলী সরদার বলেন, ‘সকালে আমার বড় ভাই বাজারে মাংস কিনতে গিয়েছিলেন। পথে বাসচাপায় মারা গেছেন। আমরা লাশ বাড়িতে নিয়ে এসেছি।’

পৌর সদরের কেন্দ্রীয় বাস টার্মিনালের চেইন মাস্টার মিন্টু শেখ বলেন, এ ঘটনার পরে বগুড়া থেকে পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস প্রবেশ করছে না। তবে সোনামুখী থেকে বগুড়া রুটের সব বাস চলাচল করছে।

জয়পুরহাট জেলা বাস মিনিবাস গ্রুপের সহসভাপতি পতন চৌধুরী বলেন, ঘটনার পর থেকে শহরে মধ্য দিয়ে বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সোনামুখী থেকে বগুড়া রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে নিহতের পরিবারের লোকজন স্থানীয়ভাবে মীমাংসার প্রস্তুতি চলছে।

আক্কেলপুর থানার পরিদর্শক (ওসি) আনিছুর রহমান বলেন, ঘটনার পর বাসটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। নিহতের পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দেয়নি।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল