হোম > সারা দেশ > রাজশাহী

রাবির ৪ শিক্ষার্থীর চোখ ও মাথায় মারাত্মক জখম, ঢাকায় স্থানান্তর

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আহত ৪ শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে তাঁদের ঢাকায় পাঠানো হয়। তাঁদের মধ্যে ৩ জনের চোখের রেটিনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের ঢাকার চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজনের মাথায় গুরুতর জখম। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত শিক্ষার্থীরা হলেন— ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মেসবাহুল ইসলাম সায়েম, আইন বিভাগের শিক্ষার্থী আল আমিন ও শাহরুখ মাহমুদ এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আলিমুল সাকিব।

এদিকে এখনো রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৬ শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অধিকাংশেরই মাথায় ইটের আঘাত। 

বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মঙ্গলবার সকালে ৪ জন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়নে তাঁদের চিকিৎসা হবে। আজ মঙ্গলবার ১৯ জন শিক্ষার্থী রামেকে ভর্তি ছিল। তাঁদের মধ্যে যাঁরা নিজের রুমে থেকে চিকিৎসা গ্রহণ করার মতো সুস্থ হয়েছে এমন ১৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রামেকের চিকিৎসকের পরামর্শে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে তাঁদের চিকিৎসা চলবে। বর্তমানে ৬ জন রামেকে চিকিৎসাধীন রয়েছেন।’ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ৮৬ জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নেয়।

আরও পড়ুন:

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে