হোম > সারা দেশ > রাজশাহী

রাবির ৪ শিক্ষার্থীর চোখ ও মাথায় মারাত্মক জখম, ঢাকায় স্থানান্তর

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আহত ৪ শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে তাঁদের ঢাকায় পাঠানো হয়। তাঁদের মধ্যে ৩ জনের চোখের রেটিনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের ঢাকার চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজনের মাথায় গুরুতর জখম। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত শিক্ষার্থীরা হলেন— ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মেসবাহুল ইসলাম সায়েম, আইন বিভাগের শিক্ষার্থী আল আমিন ও শাহরুখ মাহমুদ এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আলিমুল সাকিব।

এদিকে এখনো রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৬ শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অধিকাংশেরই মাথায় ইটের আঘাত। 

বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মঙ্গলবার সকালে ৪ জন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়নে তাঁদের চিকিৎসা হবে। আজ মঙ্গলবার ১৯ জন শিক্ষার্থী রামেকে ভর্তি ছিল। তাঁদের মধ্যে যাঁরা নিজের রুমে থেকে চিকিৎসা গ্রহণ করার মতো সুস্থ হয়েছে এমন ১৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রামেকের চিকিৎসকের পরামর্শে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে তাঁদের চিকিৎসা চলবে। বর্তমানে ৬ জন রামেকে চিকিৎসাধীন রয়েছেন।’ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ৮৬ জন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নেয়।

আরও পড়ুন:

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার