নওগাঁর রানীনগরে মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট যাচাই-বাছাই করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এই যাছাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা গেছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৫ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী নওগাঁর রানীনগরে বেসামরিক গেজেট যাচাই-বাছাইয়ের তালিকায় গরমিল ছিল। তাই তালিকা পুনরায় যাচাই-বাছাই করার জন্য নওগাঁ জেলা প্রশাসকের কাছে নির্দেশ আসে। সেই নির্দেশনা অনুযায়ী দিনব্যাপী এই যচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাইয়ের আওতায় উপজেলার ১৫৩ জন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার গ্রহণ ও তাঁদের সকল কাগজপত্র পর্যবেক্ষণ করা হয়।
এই যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সাবেক কমান্ডার হারুন-অল-রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল ওয়াহেদ, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান, উপজেলা পরিষদ সিএ আনছার আলী প্রমুখ।