হোম > সারা দেশ > নাটোর

লালপুরে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

নাটোর (লালপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে রেললাইন দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় রশিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার নারায়ণপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রশিদা বেগম উপজেলার জোতদৈবকি গ্রামের মো. মহাসিন আলীর স্ত্রী।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন। তিনি বলেন, এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল ৭টার দিকে নারায়ণপুর রেলগেট এলাকায় ট্রেনের লাইন দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

নিহতের দেবর হুনা আলী জানান, শনিবার উপজেলার বিষ্ণপুর গ্রামে ভাইয়ের মেয়ে সিমার বাড়িতে বেড়াতে যান রশিদা বেগম। সকালে তাঁর মামী শাশুড়ির মৃত্যু সংবাদ পেয়ে সীমার বাড়ি থেকে রেললাইন দিয়ে পায়ে হেঁটে নবীনগর গ্রামে আসার পথে গোপালপুর পৌরসভার নারায়ণপুর রেলগেটের নিকটে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

উপজেলার আজিমনগর স্টেশন মাস্টার কামরুল হাসান লিখন জানান, সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি আজ ভোর ৬টা ৫৫ মিনিটের দিকে আজিমনগর স্টেশন থেকে খুলনা অভিমুখে ছেড়ে যায়। পরে ওই ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যুর খবর পান।

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ