হোম > সারা দেশ > বগুড়া

কলাবাগানে পড়ে ছিল ব্যবসায়ীর লাশ, স্ত্রী ও শ্বশুর পলাতক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ীর নাম সাইদুল ইসলাম (৫২)। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

নিহত সাইদুল চকপাড়া উত্তরপাড়া গ্রামের তবিব রহমানের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। 

সাইদুল ইসলামের ছোট ভাই শাহিন মিয়া বলেন, গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তাঁর ভাই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। তাঁর মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সকালে মাঝপাড়া গ্রামে তাঁর শ্বশুরবাড়িসংলগ্ন কলাবাগানে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

নিহতের আরেক ছোট ভাই স্বাধীন মিয়া বলেন, ‘আমার ভাই সাইদুল ইসলামের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দুই বছর আগে পার্শ্ববর্তী মাঝপাড়া গ্রামের মোত্তালেবের মেয়ে নিপা আক্তারকে বিয়ে করেন। বিয়ের ছয় মাস পর শ্বশুর মোত্তালেব জমি বিক্রি করতে চাইলে আমার ভাই সাইদুল ওই জমি কিনতে চান। একপর্যায়ে জমির টাকা পরিশোধও করেন। কিন্তু তাঁর শ্বশুর তাঁকে আজ অবধি জমির দলিল সম্পাদন করে দেননি। এ নিয়ে তাঁদের মধ্য দ্বন্দ্ব চলছিল। আমার ভাবি ও ভাইয়ের মধ্যে এ নিয়ে মাঝেমধ্যেই দ্বন্দ্ব হতো। আজ বৃহস্পতিবার ওই জমি সম্পাদনের দিন ধার্য ছিল।’ 

স্বাধীন আরও জানান, ‘চলতি মাসের ১৩ তারিখে নিপা আক্তার আমার ভাইয়ের বিরুদ্ধে খোরপোশ ও মোহরানার  টাকা দাবি করে লিগ্যাল এইডে অভিযোগ দিয়েছিলেন। আমার ধারণা, ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনই তাঁকে হত্যা করেছে।’ 

সাইদুল ইসলামের স্ত্রী নিপা আক্তার ও তাঁর শ্বশুর মোত্তালেব হোসেন পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল জানান, ‘খবর পেয়ে সকালেই আমরা ঘটনাস্থলে এসেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল