হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁ জেলা কারাগারে হাজতির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলা কারাগারে আনোয়ার হোসেন বাবু (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বাড়ি সদর উপজেলার কীর্ত্তপুর সরদারপাড়া এলাকায়। নওগাঁ জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ নিয়ে জেল সুপার ফারুক আহমেদ বলেন, ‘হাজতি আনোয়ার মাদক মামলায় গত ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ থেকে কারাগারে ছিলেন। এর আগেও তিনি বেশ কয়েকবার জেল খেটেছেন। আগে থেকেই তাঁর হাইপারটেনশন ও ডায়বেটিস ছিল এবং তিনি মাদকাসক্ত ছিলেন। আজ শুক্রবার ভোরে হঠাৎ আনোয়ার হোসেন বাবুর বুকে ব্যথা শুরু হয়। এ সময় কারাগারের ভেতরের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাঁকে। অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোর ৬টা ৭ মিনিটে মারা যান।’ 

জেল সুপার আরও বলেন, ‘ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’ 

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ নজরুল চৌধুরী ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা মৌমিতা জলিলকে একাধিকবার কল করা হয়। কিন্তু মোবাইল ফোন রিসিভ না করায় তাঁদের কোনো মন্তব্য জানা যায়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন