চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে ভারতী রানী মন্ডল (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ ওই গ্রামের কমল মন্ডলের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, ভারতী নিজ বাড়িতে হোল্ডারে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে হঠাৎ করেই বিদ্যুতায়িত হয়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুনাইগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রজব আলী বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।