হোম > সারা দেশ > পাবনা

জমি দখলের চেষ্টার অভিযোগে যুবলীগ নেতা রনি গ্রেপ্তার, সংগঠন থেকে অব্যাহতি

পাবনা প্রতিনিধি

পাবনা জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাকিরুল ইসলাম রনিকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনা শহরে জমি দখলের চেষ্টা ও সাইনবোর্ড ভাঙচুরের ঘটনায় করা মামলায় আজ মঙ্গলবার বিকেলে শহরের শালগাড়িয়া এলাকায় পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রনির বাড়ি শালগাড়িয়া মহল্লার বি কে সাহা রোড এলাকায়। আজ রাতেই যুবলীগ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা আজকের পত্রিকাকে বলেন, ‘শহরের শালগাড়িয়া বি কে সাহা রোডের একটি জমি দখলের চেষ্টা ও সাইনবোর্ড ভাঙচুরসহ হুমকি-ধমকির অভিযোগে মামলা হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে আজ মঙ্গলবার বিকেলে সদর পুলিশ ফাঁড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

মামলার এজাহারে উল্লেখ আছে, বি কে সাহা রোডের ১৪ কাঠা জমির মালিক ছাবেরা সুলতানা দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। জমিটি দেখাশোনা করেন তাঁর ভাগনে সোহেল আহমেদ। মালিক বিদেশে অবস্থান করায় বিভিন্ন সময়ে রনি জমিটি দখলের নানা চেষ্টা করে ব্যর্থ হন। সর্বশেষ গত ৯ জানুয়ারি ভাগনে সোহেল জমির মালিক ও ওয়ারিশদের নাম উল্লেখ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এতে আরও ক্ষিপ্ত হন রনি। আজ সকালে কয়েকজন সন্ত্রাসী নিয়ে সাইনবোর্ডটি ভাঙচুর করে জমি দখলের চেষ্টা করেন। এ সময় সোহেল এসে বাধা দিলে তাঁকে প্রাণনাশের হুমকি দেন। পরে সোহেল পাবনা সদর থানায় মামলা করেন।

এদিকে জমি দখলের চেষ্টা ও সাইনবোর্ড ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার রনিকে যুবলীগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রাতে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, রনির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও বিনষ্ট হয়েছে। এ ছাড়া এর আগে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেসব বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়েছেন। ফলে তাঁকে দলের কার্যকলাপ থেকে অব্যাহতি দেওয়া হলো।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার