হোম > সারা দেশ > নাটোর

গুরুদাসপুরে নছিমন ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে নছিমন ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৪৮) নামের এক নছিমন চালক নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুরুদাসপুর উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের হাজীর হাট এলাকার এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত আবু বক্কর গুরুদাসপুর পৌর সদরের দক্ষিণ নারীবাড়ি এলাকার মৃত ছয়রুদ্দিন আলীর ছেলে। আহতরা হলেন, নছিমনের সহকারী শাকিব (১৬) এবং যাত্রী আব্দুল খালেক (৪০)।

হাইওয়ে পুলিশ বলেন, সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার মহাসড়কের হাজীর হাট এলাকার চলনবিল ফিলিং স্টেশনের পশ্চিম পাশে ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান ও হাজীর হাট থেকে ছেড়ে আসা নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নছিমনের চালক আবু বক্কর গুরুতর আহত হন। এ সময় চালকের সহকারী ও কোম্পানির সেলসম্যান আঘাত পান। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আবু বক্করের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেরামত আলী বলেন, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান