হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন স্থগিত

বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ জুন এ নির্বাচন হওয়ার কথা ছিল। মঙ্গলবার (২০ মে) হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. আকরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে বলা হয়, নির্বাচনের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটি অবৈধ ও স্বেচ্ছাচারীভাবে গঠন করা হয়েছে। এ কমিটি গঠনের ক্ষেত্রে বিধিবিধান অনুসরণ করা হয়নি। বিভাগীয় শ্রম দপ্তর থেকে নির্বাচন পরিচালনার জন্য যে চিঠি ইস্যু করা হয়েছিল, সেটিও স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ জানান, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার লক্ষ্যে যে নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল, সেটি আদালতের আদেশে স্থগিত হয়েছে। এখন থেকে সমিতির কার্যক্রম আগের নিয়মেই চলবে।

এ বিষয়ে জানার জন্য বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান তালুকদারের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি ফোন রিসিভ করেননি। অফিসে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল