হোম > সারা দেশ > নওগাঁ

খালের মাটি ফেলে বোরো ধান নষ্টের অভিযোগ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে খাল খননের মাটি বোরো ধানের জমিতে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী কৃষকেরা জেলা প্রশাসক ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বরাবর লিখত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগের বিষয়ে আজ শুক্রবার বিকেলে মো. সাইদুল ইসলাম বলেন, মঙ্গল খালের দুই পাশে তাঁদের নিজস্ব ও বর্গা জমিতে ইরি, বোরো ধান রোপণ করা হয়েছে। মাঠ ভর্তি বোরো ধান পেকে যাওয়ায় আর কদিন বাদে সেই ধানগুলো কাটা হতো। কিন্তু এর আগেই মাটি ফেলে ধানগুলো নষ্ট করা হয়েছে। 

সাইদুল ইসলাম বলেন, মঙ্গলখাল কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার না জানিয়ে খালের দুপাশে মাটি ফেলতে শুরু করে। এতে করে তিনিসহ খালের আশপাশের কৃষকদের শত শত মণ বোরো ধান নষ্ট হওয়ায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে ভুক্তভোগী কৃষকেরা বোরো মৌসুমে মঙ্গলখাল খনন কাজ বন্ধ চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। না হলে ওই এলাকার কৃষকেরা পরিবার নিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনাহারে পথে বসবেন। 

মঙ্গলখাল প্রজেক্টের সভাপতি আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম বলেন, ‘মাটি ফেলার বিষয়ে সব কৃষকদের বলা সম্ভব নয়। তবে মঙ্গলখাল খননের কারণে যদি কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাঁদের সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাননি। তবে বিষয়টি দ্রুত দেখা হবে বলে আশ্বস্ত করেন।

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা