বগুড়ার শেরপুরে অবস্থিত ক্ষিদির হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্মিলনী ও হীরকজয়ন্তী অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠান। আজ সোমবার অনুষ্ঠান পরিচালনা কমিটির প্রচার সম্পাদক হায়দার আলী স্বপন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ভাষা আন্দোলনের তিন বছর পর এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৬ সাল থেকে আজ অব্দী সগৌরবে পাঠক্রিয়া চলছে প্রতিষ্ঠানটিতে। এই প্রতিষ্ঠান থেকে পড়ুয়া অনেক শিক্ষার্থী তাদের নিজ নিজ জায়গায় সফলতার সাক্ষর রাখছে।
অনুষ্ঠান পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী মো. ওয়াজেদ আলী বলেন, আমাদের স্কুলের বয়স ৬৮ বছর পেরিয়েছে। এই স্কুল থেকে অসংখ্য শিক্ষার্থী পাস করে এখন তারা নিজ নিজ জায়গায় ভালো অবস্থানে রয়েছে। এই প্রতিষ্ঠানের সবাই যেন একটা দিন এক সঙ্গে বসতে পারি, আনন্দ করতে পারি এ চিন্তা থেকেই আমাদের এই আয়োজন।
অনুষ্ঠানের সার্বিক দিক নিয়ে ওয়াজেদ আলী বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। রাত পোহালেই আমাদের সেই মাহেন্দ্রক্ষণ। আশা করি সব ভালো ভাবেই হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা দেওয়া হবে। যারা মারা গেছেন তাদের মরণোত্তর সংবর্ধনার ব্যবস্থা রয়েছে।
মোস্তফা কামাল আরও বলেন, আমাদের অ্যালামনাইদের মধ্যে যারা প্রতিষ্ঠিত তাদের মাধ্যমে স্কুলের জন্য কিছু করা যায় কী না, তেমনটাও আমাদের ভাবনার মধ্যে আছে। বিশেষ করে পিছিয়ে পড়া অথচ মেধাবী যারা তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করা।