হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার ক্ষিদির হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হীরকজয়ন্তী মঙ্গলবার

বগুড়ার শেরপুরে অবস্থিত ক্ষিদির হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্মিলনী ও হীরকজয়ন্তী অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠান। আজ সোমবার অনুষ্ঠান পরিচালনা কমিটির প্রচার সম্পাদক হায়দার আলী স্বপন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

ভাষা আন্দোলনের তিন বছর পর এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৬ সাল থেকে আজ অব্দী সগৌরবে পাঠক্রিয়া চলছে প্রতিষ্ঠানটিতে। এই প্রতিষ্ঠান থেকে পড়ুয়া অনেক শিক্ষার্থী তাদের নিজ নিজ জায়গায় সফলতার সাক্ষর রাখছে। 

অনুষ্ঠান পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী মো. ওয়াজেদ আলী বলেন, আমাদের স্কুলের বয়স ৬৮ বছর পেরিয়েছে। এই স্কুল থেকে অসংখ্য শিক্ষার্থী পাস করে এখন তারা নিজ নিজ জায়গায় ভালো অবস্থানে রয়েছে। এই প্রতিষ্ঠানের সবাই যেন একটা দিন এক সঙ্গে বসতে পারি, আনন্দ করতে পারি এ চিন্তা থেকেই আমাদের এই আয়োজন। 

অনুষ্ঠানের সার্বিক দিক নিয়ে ওয়াজেদ আলী বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। রাত পোহালেই আমাদের সেই মাহেন্দ্রক্ষণ। আশা করি সব ভালো ভাবেই হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা দেওয়া হবে। যারা মারা গেছেন তাদের মরণোত্তর সংবর্ধনার ব্যবস্থা রয়েছে।

প্রাক্তন শিক্ষার্থী ও সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল সরকার বলেন, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত আমাদের স্কুলে এই প্রথম আমরা পুনর্মিলনী করছি। মূলত নিজেদের মধ্যে আত্মিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি এই স্কুলে যারা নিজেদের জ্ঞানদানের মাধ্যমে আমাদের পড়িয়েছেন; মানুষ করেছেন তাদের সম্মান জানাতে। পাশাপাশি এই স্কুলের কৃতী শিক্ষার্থীদেরও আমরা সম্মাননা জানাচ্ছি। যাতে ভবিষ্যৎ প্রজন্ম কৃতী হওয়ার ইতিবাচক প্রতিযোগিতায় নামে সেই চিন্তা থেকে। 

মোস্তফা কামাল আরও বলেন, আমাদের অ্যালামনাইদের মধ্যে যারা প্রতিষ্ঠিত তাদের মাধ্যমে স্কুলের জন্য কিছু করা যায় কী না, তেমনটাও আমাদের ভাবনার মধ্যে আছে। বিশেষ করে পিছিয়ে পড়া অথচ মেধাবী যারা তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করা।

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়