হোম > সারা দেশ > বগুড়া

মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, গণপিটুনিতে যুবক নিহত

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালুতে এক ব্যক্তির কাৃৃৃৃচ থেকে চাঁদা আদায় করতে গিয়ে গণপিটুনিতে রাকিব হাসান (২৫) নামের এক যুবক নিহত হন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার শিবা কলমা হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় শাখা চন্দ্র নামের এক গ্রামবাসীকে কুপিয়ে গুরুতর জখম করে চাঁদাবাজেরা। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাকিব হাসান কাহালু থানার জামগ্রাম ইউনিয়নের পরিশেষ পুর্বপাড়া গ্রামের সামছুল হকের ছেলে। রাকিব হাসান ওই গ্রামের চাঁদাবাজ গ্রুপ আতা বাহিনীর সদস্য বলে ওসি জানিয়েছেন। 

ওসি বলেন, শিবকলমা হিন্দুপাড়া গ্রামের ভ্যানচালক ফনিন্দ্রনাথ সরকারের মেয়ের সঙ্গে একই গ্রামের বিপুল চন্দ্র সরকারের সম্পর্ক ছিল। ফনিন্দ্রনাথ সম্প্রতি তাঁর মেয়েকে অন্যত্র বিয়ে দেন। বৃহস্পতিবার ফনিন্দ্রনাথের মেয়ে ও জামাই বাড়িতে আসেন। এ খবর পেয়ে বিপুল শুক্রবার রাতে আতা বাহিনীর ৮-১০ সদস্যকে গ্রামে ডেকে আনেন। তাঁরা ফনিন্দ্রনাথের বাড়িতে গিয়ে তাঁর মেয়েকে বিপুলের সঙ্গে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে দেওয়ার কারণে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। 

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এ সময় ফনিন্দ্রনাথ ২ হাজার টাকা দিলে তাঁরা ক্ষিপ্ত হয়ে ফনিন্দ্রনাথকে মারপিট শুরু করেন। এ সময় তাঁর স্ত্রী-সন্তান ডাকাত-ডাকাত বলে চিৎকার শুরু করলে গ্রামের লোকজন ফনিন্দ্রনাথের বাড়ি ঘেরাও করে।  চাঁদাবাজেরা পালানোর সময় ধারালো অস্ত্র দিয়ে ওই পাড়ার শাখা চন্দ্রকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় গ্রামের লোকজন রাকিব হাসানকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত শাখা চন্দ্র বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

শিবা কলমা হিন্দুপাড়ায় নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন ওসি শাহিনুজ্জামান। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে