হোম > সারা দেশ > নাটোর

লালপুরে আইনজীবীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট, আহত ৩

নাটোর (লালপুর) প্রতিনিধি

আহত একজনকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে মুখোশধারী ডাকাতের দল হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আইনজীবীসহ তিনজন।

আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার লালপুর ইউনিয়নের চকবাদেকুলপাড়া (মাধবপুর) গ্রামে এ ঘটনা ঘটে। আহতেরা হলেন—মৃত ননী গোপাল দাসের ছেলে নাটোর জজকোর্টের আইনজীবী সাধন কুমার দাস (৪৮), তার ভাতিজা রিপন কুমার দাস (৩৫) এবং ভাতিজার স্ত্রী সুমী রানী দাস (২৫)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রাতের শেষ প্রহরে মুখোশধারী একদল ডাকাত আইনজীবী সাধন কুমার দাসের বাড়িতে হানা দেয়। তারা ঘরে ঢুকেই সাধন কুমারকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। বাধা দিলে তার ভাতিজা রিপন কুমার ও ভাতিজার স্ত্রী সুমী রানীকেও কুপিয়ে জখম করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর সাধন ও রিপনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের পরিবারের দাবি, ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার