হোম > সারা দেশ > নাটোর

পৌর মেয়রের গুদাম থেকে ৩ হাজার লিটার সয়াবিন জব্দ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামের পৌর মেয়র মাজেদুল বারী নয়নের গুদাম থেকে ৩ হাজার লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেল জব্দ করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় সাতটার দিকে উপজেলার বড়াইগ্রাম পৌরসভার মৌখড়া বাজারে মেয়রের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের গুদাম থেকে এই তেল জব্দ করা হয়। 

তবে মেয়রের দাবি, মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে ব্যবসা প্রতিষ্ঠানটি তিনি তাঁর ম্যানেজারের নিকট ইজারা দিয়েছেন। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ও র‍্যাব-৫ এর নাটোর অফিস এই অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে সয়াবিন মজুতের অভিযোগ এবং বোতলজাত সয়াবিন খোলা সয়াবিন হিসেবে বেশি দামে বিক্রয়ের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পাশের মামুন স্টোরকেও একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও নয় কার্টন তেল জব্দ করে খোলা বাজারে বিক্রি করা হয়। 

র‍্যাব-৫ এর নাটোর অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌখড়া বাজারে মেয়র মাজেদুল বারী নয়নের মালিকানাধীন মেসার্স নয়ন ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর গোডাউন থেকে তিন হাজার লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেল জব্দ করা হয়। পরে সেগুলো উপস্থিত ক্রেতাদের সামনে খোলা বাজারে সরকার-নির্ধারিত ১৬০ টাকা লিটার দরে বিক্রি করা হয়। 

সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সারা দেশে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তারই অংশ হিসেবে নাটোরে অভিযান পরিচালনা করা হয়েছ। এ ধরনের অভিযান অব্যাহত আছে। ছোট-বড় সব প্রতিষ্ঠানেই এই অভিযান চালানো হবে। 

মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হওয়ার পর ব্যবসা প্রতিষ্ঠানটি ম্যানেজারের নিকট লিজ প্রদান করেছি। তাই এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।’ 

এলাকায় সয়াবিনের সংকটের সময় নজরদারির ব্যাপারে মেয়র বলেন, ‘নিয়মিতই করা হচ্ছে। এটা পাইকারি দোকান। তাই এখানে মজুতের বিষয়টা যথার্থ নয়।’ 

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল