হোম > সারা দেশ > পাবনা

পাবনা-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

পাবনা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হিসেবে পাবনা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

পরে ডলি সায়ন্তনী সাংবাদিকদের বলেন, ‘আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় ছিলাম না। কখনো রাজনীতি করিনি। বিএনএম আমাকে অফার করার পর ভেবে দেখলাম, মানুষ আমাকে ভালোবেসে তারকা বানিয়েছে। বিএনএমের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনসেবা এবং দেশের জন্য কাজ করার ক্ষেত্র পাব। বাংলার মানুষ আমাকে ভালোবেসে তারকা বানিয়েছে। আশা করি, পাবনা-২ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ করে দেবে এবং রাজনৈতিক তারকা বানাবে।’

ডলি সায়ন্তনী আরও বলেন, ‘পাবনার সুজানগরে আমার দাদার বাড়ি। আমার বংশের অনেকেই এখানে আছেন। অনেক আত্মীয়স্বজন ও ভক্ত রয়েছেন।’ নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে শতভাগ আশাবাদী ডলি বলেন, ‘নির্বাচনের সুন্দর পরিবেশ রয়েছে।’

এই আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আরজু, জাতীয় পার্টি, জাসদসহ কয়েকটি দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল