হোম > সারা দেশ > পাবনা

পাবনা-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

পাবনা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হিসেবে পাবনা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

পরে ডলি সায়ন্তনী সাংবাদিকদের বলেন, ‘আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় ছিলাম না। কখনো রাজনীতি করিনি। বিএনএম আমাকে অফার করার পর ভেবে দেখলাম, মানুষ আমাকে ভালোবেসে তারকা বানিয়েছে। বিএনএমের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনসেবা এবং দেশের জন্য কাজ করার ক্ষেত্র পাব। বাংলার মানুষ আমাকে ভালোবেসে তারকা বানিয়েছে। আশা করি, পাবনা-২ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ করে দেবে এবং রাজনৈতিক তারকা বানাবে।’

ডলি সায়ন্তনী আরও বলেন, ‘পাবনার সুজানগরে আমার দাদার বাড়ি। আমার বংশের অনেকেই এখানে আছেন। অনেক আত্মীয়স্বজন ও ভক্ত রয়েছেন।’ নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে শতভাগ আশাবাদী ডলি বলেন, ‘নির্বাচনের সুন্দর পরিবেশ রয়েছে।’

এই আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আরজু, জাতীয় পার্টি, জাসদসহ কয়েকটি দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা