হোম > সারা দেশ > পাবনা

পাবনা-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

পাবনা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হিসেবে পাবনা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

পরে ডলি সায়ন্তনী সাংবাদিকদের বলেন, ‘আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় ছিলাম না। কখনো রাজনীতি করিনি। বিএনএম আমাকে অফার করার পর ভেবে দেখলাম, মানুষ আমাকে ভালোবেসে তারকা বানিয়েছে। বিএনএমের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জনসেবা এবং দেশের জন্য কাজ করার ক্ষেত্র পাব। বাংলার মানুষ আমাকে ভালোবেসে তারকা বানিয়েছে। আশা করি, পাবনা-২ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে দেশের উন্নয়নে কাজ করার সুযোগ করে দেবে এবং রাজনৈতিক তারকা বানাবে।’

ডলি সায়ন্তনী আরও বলেন, ‘পাবনার সুজানগরে আমার দাদার বাড়ি। আমার বংশের অনেকেই এখানে আছেন। অনেক আত্মীয়স্বজন ও ভক্ত রয়েছেন।’ নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে শতভাগ আশাবাদী ডলি বলেন, ‘নির্বাচনের সুন্দর পরিবেশ রয়েছে।’

এই আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আরজু, জাতীয় পার্টি, জাসদসহ কয়েকটি দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক