নাটোরের লালপুর উপজেলায় করোনার উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। অ্যান্টিজেন ও পিসি আর ল্যাবে পরীক্ষায় ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় তাঁরা মারা যান। লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শাহাব উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
এ কে এম শাহাব উদ্দীন জানান, গত বুধবার (৭ জুলাই) করোনার উপসর্গ নিয়ে লালপুরের মোহাম্মদ মজিবর রহমান (৬৫) ও মো. খলিলুর রহমান (৬৫) নামে দুজনের মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৬ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ১৬ জন এবং রাজশাহী পিসিআর ল্যাবে ৭৮ জনের পরীক্ষায় ৩৫ জনের মোট ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করানোর পর তাঁদের মৃত্যু হয়। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৩ হাজার ৬৮৫ জন নমুনা প্রদান করেছেন। এর মধ্যে ৪১১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় চারজনের মৃত্যু হয়েছে।